top of page

অন্ধেরা সার বেঁধে দাঁড়াও -১

Writer: Suvadeep RoySuvadeep Roy

Updated: Apr 14, 2024





অন্ধেরা সার বেঁধে দাঁড়াও - ১

-শুভদীপ রায় 


অন্ধেরা সার বেঁধে দাঁড়াও! একে একে শব্দ করো দেখি-

কতটা মানুষ বেঁচে আছে, নাকি ভিড়ে সবটাই মেকি!

মানুষ না হোক, তবু যদি, বেঁচে আছ মনে হয়ে থাকে-

কতটা আগুন রয়ে গেছে- খিদের উপর্যুপরি ডাকে?

নাকি তাও বকলেশে বেঁধে, সঁপিয়াছ মালিকের পায়ে?

ইশারায় ধরেছ শিকার?- যতটুকু ভাগ পাওয়া যায়!

ভেবেছ কী আর বেশী হবে- এইটুকু ভুল মেনে নিলে;

এইভাবে অপরাধস্তুপে রোজই ঢেকে গেছ তিলে তিলে।

বোঝো নি আদৌ এতটুকু, অন্ধ হয়েছ আগে তাই,

যাকে ছিঁড়ে চিবিয়ে খেয়েছো, সে তোমারই - বাপ-বোন-ভাই!

 
 
 

ความคิดเห็น


bottom of page